রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে বিশ্বকাপের প্রস্তুতির উদ্বোধনী ম্যাচে শনিবার নিউজিল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা।
ম্যাচের ৩১তম মিনিটে নিউজিল্যান্ডের আত্মঘাতী গোলে এগিয়ে যায় রাশিয়া। ৬৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ২৭ বছর বয়সী ফরোয়ার্ড ফিওদর স্মলভ।
স্বাগতিকদের সঙ্গে খুব একটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি নিউজিল্যান্ড। অগোছালো মিডফিল্ড বল ধরে রাখতে পারেনি। অতিথিরা লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র দুটি শট। সেগুলোও গোলরক্ষককে ফাঁকি দিতে পারেনি।
বিডি প্রতিদিন/ ১৮ জুন ২০১৭/ ই জাহান