আবারো আলোচনায় অলিম্পিকে ২৩ স্বর্ণপদকজয়ী সাতারু মাইকেল ফেলপস। পুলের পানিতে অসামান্য সব কীর্তি গড়ার পর এবার তিনি সাদা হাঙরের সঙ্গে লড়াই করবেন বলে জানা গেছে। অবিশ্বাস্য মনে হলেও এমনটাই হতে চলেছে। আগামী জুলাইয়ে ফেলপসকে দেখা যাবে হাঙরের সঙ্গে লড়াই করতে।
ডিসকভারি চ্যানেলের 'শার্ক উইক' উদযাপনের অংশ হিসেবেই এই অভিনব প্রতিযোগীতার পরিকল্পনা। বলা হচ্ছে, বিশ্বের সবচেয়ে সফল সাতারু সাগরের সবচেয়ে হিংস্র প্রাণীর বিরুদ্ধে নামছেন। অনুষ্ঠানটির নাম, 'ফেলপস বনাম শার্ক : গ্রেট গোল্ড বনাম গ্রেট হোয়াইট'।
প্রসঙ্গত, ফেলপসের গতি প্রতি ঘণ্টায় ছয় মাইল। আর সাদা হাঙরের গতি প্রতি ঘণ্টায় ২৫ মাইল।
উল্লেখ্য, গত বছর ব্রাজিলের রিও অলিম্পিকের শেষেই পুলকে বিদায় বলে দেন মাইকেল ফেলপস। এর ফলে জলদানবের সাঁতার প্রতিযোগীতা নিঃসন্দেহেই মিস করেন তার ভক্ত-অনুরাগীরা।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/১৮ জুন, ২০১৭/ওয়াসিফ