ওভালে মেগাফাইনালের আগে সরফরাজদের উদ্বুদ্ধ করে বিশ্বকাপজয়ী পাকিস্তানি অধিনায়ক ইমরান খান বলেন, "ফাইনালে ভারতকে হারাতে পারলে প্রথম ম্যাচে বিরাটদের কাছে পর্যুদস্ত হওয়ার বদলা এবং ট্রফি দু’টো হবে।"
৯২ বিশ্বকাপে শুরুতে হোঁচট খেলেও দুর্দান্তভাবে কামব্যাক করে ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে প্রথম বিশ্বজয়ের স্বাদ পেয়েছিল পাকিস্তান। বিশ্বকাপ ট্রফিটা হাতে উঠেছিল ইমরানের হাতে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের কাছে ১২৪ রানের হারের ধাক্কা কাটিয়ে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পাকা করে পাকিস্তান। তার পর গ্রুপে অপরাজিত থাকা ইংল্যান্ডকে হারিয়ে ওভাল ফাইনাল খেলতে চলেছে তারা।
ভারতের বিরুদ্ধে ফাইনালে পাকিস্তানের বোলিং-কে এগিয়ে রাখচ্ছেন ইমরান খান। সরফরাজের জন্য সাবেক অধিনায়কের পরামর্শ, "ব্যাটিং লাইনআপই ভারতের সবচেয়ে বড় শক্তি। অন্যদিকে চলতি টুর্মামেন্টে বল হাতে হাসান আলিরা আগুন ছোটাচ্ছে। বোলিংয়ের তুলনায় পাকিস্তান দলের ব্যাটিং দুর্বল। তাই টসে জিতে প্রথমে ব্যাটিং করা উচিত।"
পাকিস্তানের ফাইনালে যাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন সাবেক ওপেনার আমির সোহেল। ইমরান অবশ্য অধিনায়ক হিসেবে সরফরাজকে সম্পূর্ন কর্তিত্ব দিয়েছেন। প্রথম ম্যাচে হারের পরও তরুণ দলকে ফাইনালে তোলায় অধিনায়কের প্রশংসা করে ইমরান জানান,"সরফরাজের সাহসী নেতৃত্ব আমাকে অবাক করেছে।"
বিডি-প্রতিদিন/ ১৮ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১০