ভারতের জাতীয় দলের কোচ হওয়ার জন্য দুই লাইনের আবেদনপত্র পাঠিয়ে গণমাধ্যমের তীব্র সমালোচনার মুখে পড়েন দেশটির সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। আর সে ঘটনারই এবার ব্যাখ্যা দিলেন তিনি। বেশ বিরক্তি প্রকাশ করে মারকুটে এই ডানহাতি ওপেনার জানান, কোচ হতে চাইলে আবেদন পত্রে তার নাম থাকলেই নাকি হতো! দুই লাইনের জীবনবৃত্তান্তের কোনো প্রয়োজন হতো না।
ভারতের কোচ হতে আগ্রহ প্রকাশ করে দুই লাইনের জীবনবৃত্তান্তে শেবাগ লিখেছিলেন, "আমি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ ও মেন্টর এবং ভারতের বর্তমান দলের সবার সঙ্গে খেলেছি। বর্তমান খেলোয়াড়দের ভালোভাবে জানি ও বুঝি।" আর তাতেই সমালোচনার কেন্দ্রে চলে আসেন তিনি।
এ ব্যাপারে শনিবার এক সাক্ষাৎকারে সাবেক এই ভারতীয় ক্রিকেটার বলেন, "মিডিয়া থেকে জানতে পারলাম পুরো বিষয়টি। আমি নাকি কোচ হওয়ার আবেদনপত্রের সঙ্গে দুই লাইনের জীবনবৃত্তান্ত পাঠিয়েছি! যদি দুই লাইনের সিভি পাঠাতাম, তাহলে আমার নামটাই যথেষ্ট ছিল।"
প্রসঙ্গত, ভারতের জাতীয় দলের নতুন কোচ হতে আবেদন করেছেন অনেকেই। এর মধ্যে আছেন সাবেক ভারতীয় ৩৮ বছর বয়সী শেবাগও। তিনি ছাড়াও আবেদনকারীদের এই তালিকায় আছেন সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার টম মুডি, বাংলাদেশের সাবেক কোচ রিচার্ড পাইবাস, ভারতের সাবেক পেসার দোড্ডা গণেশ এবং ভারতীয় 'এ' দলের সাবেক কোচ লালচাঁদ রাজপুত।
সূত্র: ডেকান ক্রনিকল
বিডি-প্রতিদিন/১৮ জুন, ২০১৭/ওয়াসিফ