৫০ কোটি মানুষ দেখবে? নাকি ১০০ কোটি? নাকি তার থেকেও বেশি? লন্ডনের ওভালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল(ভারত আর পাকিস্তান) ম্যাচটি টিভিতে সারা দুনিয়ার কত লোক দেখবে, সেটা নিয়ে এমনই জল্পনা শোনা যাচ্ছে।
তবে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো মতে, একাধিক ম্যাচকে কেন্দ্র করে এর আগেও এমন জল্পনা হয়েছিল, তবে পরে দেখা গেছে প্রকৃত টিভি দর্শকসংখ্যা ধারণার চাইতে অনেক কম।
ক্রিকইনফোর দেয়া এক জরিপ বলছে, ক্রিকেটে খেলায় সবচেয়ে বেশি টিভি দর্শক হয়েছিল ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালের দিন। সেই সময় শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স হয়েছিল ভারত। আর সেই খেলা টিভিতে দেখেছিল ৫৫ কোটি ৮০ লাখ লোক। এরপর আর এত বেশি মানুষ টিভিতে ক্রিকেট খেলা দেখিনি।
ক্রিকেট খেলায় দ্বিতীয় সংখ্যাক দর্শক দেখার রেকর্ডটিও ২০১১ বিশ্বকাপে। ওই বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। সে ম্যাচটি টিভিতে দেখেছিল ৪৯ কোটি ৫০ লাখ মানুষ।
আইসিসির দেয়া তথ্য উদ্ধৃত করে ক্রিকইনফো আরও বলছে, ভারত-পাকিস্তানের মধ্যকার আজকের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল দেখবে ৩২ কোটি ৪০ লাখ লোক - যা হবে ক্রিকেট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ।
খবরে আরও বলা হয়, ইতিহাসে কোন ক্রীড়ানুষ্ঠানের টিভি দর্শক একবারই ১০০ কোটি ছুঁয়েছিল। সেটা ২০০৮ এর বেইজিং অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানের দিন।
বিডি-প্রতিদিন/১৮ জুন, ২০১৭/মাহবুব