ভারত-পাকিস্তানের মধ্যকার ফাইনালের মধ্য দিয়ে আজ পর্দা নামছে চ্যাম্পিয়ন্স ট্রফির। তবে টুর্নামেন্টের শুরু থেকেই বৃষ্টিতে কয়েকটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এই ম্যাচের আবহাওয়া নিয়ে একটা দুঃশ্চিন্তা থেকেই যায় ভক্তদের মধ্যে।
লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ইংল্যান্ডের বিখ্যাত বৃষ্টি আজ খেলায় বাধা হয়ে দাঁড়াবে না। লন্ডনে সারা দিন রোদ থাকবে, এবং থাকবে গরম। দুপুর নাগাদ তাপমাত্রা হবে ৩০ ডিগ্রির মতো।
বিডি-প্রতিদিন/১৮ জুন, ২০১৭/মাহবুব