চ্যাম্পিয়নস ট্রফিতে ফাইনালে লড়াইয়ের জন্য প্রস্তুত ভারত-পাকিস্তান। তবে এই ফাইনালে এই দুই দেশের লড়াই ছাড়াও অদৃশ্য আরেকটি লড়াই হবে। আর সেটি হবে ভারতীয় তিন ব্যাটসম্যানদের মধ্যে। সেই তিনজন হলেন শিখর ধাওয়ান, রোহিত শর্মা ও বিরাট কোহলি।
চ্যাম্পিয়ন্স ট্রফির এই আসরে চার ম্যাচে ৭৯.২৯ গড়ে ৩১৭ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সবার ওপরে রয়েছেন শিখর ধাওয়ান। একটি শতকের পাশাপশি দুটি হাফ সেঞ্চুরিও করেছেন তিনি। ধাওয়ানের চেয়ে লড়াইয়ে বেশ খানিকটা পিছিয়েই ছিলেন রোহিত শর্মা। তবে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১২৩ রানে বিধ্বংসী ইনিংস খেলে চার ম্যাচে ১০১.৩৩ গড়ে রোহিত শর্মার রান এখন ৩০৪। তিনিও একটি শতকের পাশাপাশি দুটি হাফ সেঞ্চুরি করেছেন। এদিকে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও চার ম্যাচে ২৫৩ রান করেছেন কোহলি।
আজ ফাইনালে ট্রফি জয়ের পাশাপাশি সর্বোচ্চ রান সংগ্রাহকের খেতাব গোল্ডেন ব্যাটটা জিততে চাইবেন এই তিনজনই। আর গোল্ডেন ব্যাট পাবেন এই তিন জনের মধ্যেই যেকোন একজন। দেখা যাক শেষ পর্যন্ত সোনার ব্যাটটা কার হাতে যায়।
বিডি-প্রতিদিন/ ১৮ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২২