মাথায় আঁকা ভারতের মানচিত্র। শরীর জুড়ে ভারতের জাতীয় পতাকার আদলে রং। বুকে লেখা 'টেন্ডুলকার'। গত ১৬ বছর ধরে এই ছবিটা আমাদের খুব চেনা। ভারতের যে কোনও ক্রিকেট ম্যাচের গ্যালারিতে এই মানুষটাকে না দেখলে পেলে যেন ম্যাচটাই অসম্পূর্ণ থেকে যায়। ক্রিকেটপ্রেমীদের কাছে এখন চেনা নাম সুধীর কুমার গৌতম।
তাকে বলা হয় ভারতের ক্রিকেট ম্যাসকট। ভারতীয় ক্রিকেটের সবথেকে বড় সমর্থক মনে করা হয় তাকে। শুধুমাত্র ভারত আর ভারতের ক্রিকেট দলের জন্য সর্বস্ব ত্যাগ করেছেন তিনি। শেষ নিশ্বাস পর্যন্ত এটাই করে যাবেন তিনি। অসাধারণ এই মানুষটা সম্পর্কে জেনে নিন অজানা আরও কয়েকটি তথ্য:
১। ২০০২ সাল থেকে ভারতীয় ক্রিকেট টিম থেকে চিয়ার আপ করার জন্য স্টেডিয়ামে হাজির থাকেন এই শচীন ভক্ত।
২। ম্যাচ দেখার জন্য সাইকেল চালিয়ে গিয়েছেন বিভিন্ন রাজ্যে। এমনকি একাধিক দেশেও গিয়েছেন সাইকেলে চেপে।
৩। তিনি ১১০০ কিলোমিটার সাইকেল চালিয়ে জামশেদপুর গিয়েছিলেন। মুজফফরপুর থেকে মুম্বই গিয়েছেন ১৭০০ কিলোমিটার সাইকেল চালিয়ে। পাকিস্তানে ম্যাচ দেখতে যেতে সাইকেল চালিয়েছেন ১৭০০ কিলোমিটার। ১৬০০ কিলোমিটার সাইকেল চালিয়ে গিয়েছেন বাংলাদেশ।
৪। ২০০২ তে কলকাতার ইডেন গার্ডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৬ রান করেছিলেন শচীন। এরপরই সুধীর সিদ্ধান্ত নেন যে সব ছেড়ে শচীনকে সমর্থন করে যাবেন তিনি।
৫। এর পরের বছরেই ম্যাচ দেখতে সাইকেল চেপে মুম্বই যান সুধীর। ম্যাচের আগে তিনদিন ধরে বসেছিলেন তিনি। এরপর তাঁর নাম জানতে পারেন শচীন ও সুধীরকে বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়ান।
৬। গ্যালারি থেকে ঝাঁপিয়ে পড়ে শচীনের পায়ে পড়ে যাওয়ার জন্য পুলিশের মারও খেতে হয়েছে তাকে।
৭। ভারতকে সমর্থন করার জন্য অনেক চাকরি ছেড়েছেন সুধীর। যেটুকু রোজগার করেন তার সবটাই ট্রেন ভাড়া দিতে খরচ করেন। কোথাও খেলা দেখতে গেলে বন্ধুদের বাড়িতে থাকেন, আর ম্যাচের টিকিট পেতে সাহায্য করেন শচীন।
৮। আগে তার গায়ে লেখা থাকত ‘Sachin 10’. এখন শচীন খেলেন না। তাই লিখে রাখেন ‘Miss U Tendulkar 10’
বিডি-প্রতিদিন/ ১৮ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২৫