চ্যাম্পিয়নস ট্রফির শুরুর আগে তেমন কোন নাম ডাক ছিল না তার। কিন্তু এবারের আসরে তার ঝুলিতেই ওঠেছে সর্বোচ্চ উইকেট সংগ্রহের রেকর্ড। রবিবার ফাইনালে চমক সৃষ্টি করে ভাগ বসালেন জেরোমি টেলরের রেকর্ডে। তিনি হাসান আলি। ১৩টি উইকেট নিয়ে এখন দুজনের উইকেট সংখ্যা সমান।
মিচেল স্টার্ক, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ আমির, মুস্তাফিজদের ছাড়িয়ে সব আলো কেড়েছেন তিনি। ৪৫ ম্যাচে সর্বোচ্চ ১৩ উইকেট নিয়েছেন এই পাকিস্তানি পেসার।
এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির এক আসরে সর্বোচ্চ ১৩ উইকেট নেয়ার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের পেসার জেরোমি টেলরের দখলে। ২০০৬ সালের আসরে ৭ ম্যাচে ১৩ উইকেট নেন এই ক্যারিবিয়ান পেসার। এক আসরে ১২টি করে উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা ও পারভেজ মাহরুফ। ১১টি করে উইকেট নিয়েছেন মিচেল ম্যাকক্লেনঘান, জেমস অ্যান্ডারসন, লাসিথ মালিঙ্গা ও ওয়াইন পারনেল।
ফাইনালে ভারতের বিপক্ষে ৩ উইকেট নিয়ে টেলরকে স্পর্শ করেন হাসান আলি। ইতোমধ্যেই সাঈদ আজমলকে (৮) টপকে পাকিস্তানের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির এক আসরে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন হাসান।
বিডি প্রতিদিন/ ১৮ জুন ২০১৭/ ই জাহান