ভারত-পাকিস্তান একই দিনে ভিন্ন দুটি ভেন্যুতে মাঠে নেমেছিল! পার্থক্য হলো- একটা হকি আর অন্যটা ক্রিকেট। ভারত ক্রিকেটে পাকিস্তানের কাছে হারলেও হকিতে বড় জয় পেয়েছে।
বিরাট কোহালিরা পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে গিয়ে যখন হতাশায় ডুব দিচ্ছিল ভারতীয় ক্রিকেট দল, ঠিক তখনই হকিতে জয় পেয়ে হাসি ফোটাল ভারতীয়দের মুখে। পাকিস্তানকে ৭-১ গোলে হারিয়ে ওয়ার্ল্ড হকি লিগের ফাইনালে পৌঁছে গেল ভারত।
এদিকে কেনিংটন ওভালে ভারতকে গুড়িয়ে ইতিহাস গড়ল পাকিস্তান। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ঘরে তুলল সরফরাজ বাহিনী। কোহলিদের ১৮০ রানের বিশাল ব্যাবধানে হারিয়েছে তারা। পাকিস্তানের কাছে কোন পাত্তাই পেল না ভারত।
বিডি প্রতিদিন/এ মজুমদার