ক্রিকেট নিয়ে বিতর্কিত টুইটের জন্য ভারতীয় সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ বর্তমান সময়ে বিশ্ব গণমাধ্যমে এক আলোচিত নাম। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকেই ভারত বাদে এশিয়ার বাকি দেশগুলোকে নিয়ে ব্যঙ্গ করে আলোচনায় ছিলেন তিনি। বাংলাদেশকে নিয়েও তিনি কম করেননি।
গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার সঙ্গে জয়ের পর বাংলাদেশ-ভারত ম্যাচের আগে এক টুইট বার্তায় শেবাগ লিখেছিলেন, কী দারুণ জয় ভারতের। অসাধারণ পারফরম্যান্স। ভারতীয় দলকে সেমিফাইনাল ও ফাইনালের জন্য শুভকামনা রইল।
সেমিতে ভারতের কাছে হারার পর বাংলাদেশ ও পাকিস্তানকে উদ্দেশ্য করে টুইটে পাকিস্তানকে ভারতের পুত্র ও বাংলাদেশকে ভারতের দৌহিত্র (মেয়ের ঘরের নাতি) মন্তব্য করেছিলেন।
গতকাল ফাইনালে ভারত ১৮০ রানের বিশাল ব্যবধানে হারের পর বিতর্কিত সেই শেবাগই পাকিস্তানকে অভিনন্দন জানিয়ে বলেন, সত্যই এটি বড় জয়। তারা ভালো খেলেছে এবং যোগ্য দল। এটি পাকিস্তান ক্রিকেটের জন্য একটি বড় জয়।
বিডি প্রতিদিন/১৯ জুন ২০১৭/আরাফাত