অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশের হাই পারফরমেন্স টিম (এইচপি)। জাতীয় ক্রিকেট দল থেকে বাদ পড়া ও উঠতি ক্রিকেটারদের নিয়ে গতকাল রবিবার ১৬ সদস্যের একটি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু নান্নু বলেন, 'অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দল সব ম্যাচ খেলবে ডারউইনে। তিন দিনের ম্যাচের সঙ্গে পাঁচটি ওয়ানডেও খেলবে তারা। আমরা ১৬ জনের একটা দল দিয়েছি, যারা অস্ট্রেলিয়া যাচ্ছে। দুটি জিনিস নিয়ে এখানে কাজ করছি, একটা ইমিডিয়েট রিপ্লেসমেন্ট, আরেকটা ডেভেলপমেন্ট স্কোয়াড। ওই হিসেবেই আমরা খেলোয়াড় দিয়েছি।'
অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে নান্নু আরো বলেন, 'অভিজ্ঞ কিছু খেলোয়াড়কে ডেকেছি। তার মধ্যে এনামুল হক বিজয় আছে, মেহেদী মারুফ, লিটন দাস, আবুল হাসান আছে। কিছু প্রতিশ্রুতিশীল ক্রিকেটারও আছে। ভালো একটা কম্বিনেশন দাঁড় করিয়েছি। আশা করছি এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবো। যেটা আমরা জাতীয় দল ও ‘এ’ দলে কাজে লাগাতে পারব।'
এসময় প্রধান নির্বাচক জানান, অস্ট্রেলিয়া সফর থেকে ফিরে কিছু দিন বিশ্রাম নিয়ে ইংল্যান্ড সফরে যাবে হাই পারফরম্যান্স দল।
বিডি-প্রতিদিন/১৯ জুন, ২০১৭/ওয়াসিফ