পিচের দোষ নয়, খারাপ খেলাই হারিয়েছে ভারতকে। পাকিস্তানের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারের দায় এভাবেই স্বীকার করে নিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু সেটি মেনে নিতে পারছেন না ভারতবাসী। রাতভর কোথাও ভেঙেছে টেলিভিশন, কোথাও পুড়েছে পোস্টার।
বিক্ষোভের আশঙ্কায় ক্রিকেটারদের বাড়ির সামনে বেড়েছে নিরাপত্তা। পাকিস্তানের কাছে হারের জন্য বিরাট বাহিনীকে এবার ব্যঙ্গ করতে ছাড়লেন না প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার মাইকেল ভন। ভারতীয় টিমকে কটাক্ষ করে ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান লিখেছেন, ভারতের হকি খেলাতেই সীমাবদ্ধ থাকা উচিত।
ভারতের ক্রিকেটের বিপর্যয়ের দিনেই সাফল্য পেয়েছে হকি দল। বিশ্ব হকি লিগের সেমিফাইনালে ৭-১ গোলে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট পাকা করেছে ভারত। সেই প্রসঙ্গ তুলে এনে কোহলিদের সমালোচনা করেন ভন।
বিডি প্রতিদিন/১৯ জুন ২০১৭/আরাফাত