ড্র দিয়েই কনফেডারেশন কাপের অভিযান শুরু করল পর্তুগাল। রবিবার কাজান এরিনাতে মেক্সিকোর বিরুদ্ধে ২-২ আটকে গেল তারা। অন্য একটি ম্যাচে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি ২-০ হারিয়েছে ক্যামেরুনকে।
ম্যাচের ২১ মিনিটে পর্তুগাল প্রথম গোল করে। অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়ে যায়। ৩৪ মিনিটে সিআর সেভেনের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন কুয়ারেসমা। এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৪২ মিনিটেই গোল শোধ দেন সাবেকম্যান ইউ স্ট্রাইকার হার্নান্ডেজ। প্রথমার্ধে ম্যাচের ফল ছিল ১-১।
দ্বিতীয়ার্ধের অধিকাংশ সময় পর্তুগালের দাপট থাকলেও গোল পায়নি তারা। ম্যাচ যখন ড্র দিকে গড়াচ্ছে তখন আবার গোল করে পর্তুগিজদের ২-১ এগিয়ে দেন সেড্রিক। গোল খেয়ে হাল ছেড়ে দেয়নি মেক্সিকো৷ ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে দলকে এক পয়েন্ট এনে দেন মোরেনো।
বিডি-প্রতিদিন/ ১৯ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৯