দুর্দান্ত ফর্মে আছে টিম পাকিস্তান। ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ঘরে তুলেছে তারা। তাই এর উচ্ছ্বাসটাও যে একটু বেশি হবে সে কথা বলাই বাহুল্য। আর সেই আনন্দে যোগ দিয়েছেন হাফিজ-সরফরাজদের পরবিারও। মাঠের সৈনিকদের উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন তাদের পত্নিরা। প্রকাশ করছেন সোশাল মিডিয়ায়।
সে তালিকায় এগিয়ে আছেন মোহাম্মদ হাফিজের স্ত্রী নাজিয়া হাফিজ। ইংল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালে পাকিস্তানের জয়ের পর শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জার সঙ্গে ছবি পোস্ট করেন নাজিয়া। লেখেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান দলের দারুণ পারফরম্যান্সে পুলকিত এবং গর্বিত।' এরপর একটি লাভ ট্যাগ দিয়ে নাজিয়া লিখেছেন, 'ফাইনাল আমাদের আরো বেশি গর্বিত করবে ইনশা আল্লাহ।'
রবিবার ভারতকে হারিয়ে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার পর আবারো সোশাল মিডিয়ায় হাজির হন নাজিয়া। ফাইনাল জয়ের পর ট্রফি হাতে ছবি তুলেছেন খেলোয়াড়দের সঙ্গে। হাফিজের সঙ্গে তো অবশ্যই। পরে সেই ছবি টুইট করে লিখেছেন, 'অত্যন্ত খুশি, পাকিস্তান দলের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে হাফিজের অবদানের প্রতি ভালোবাসা। অভিনন্দন পুরো দল ও পাকিস্তানকে।'
সোশাল মিডিয়ায় উচ্ছ্বাস উদযাপন থেমে নেই অধিনায়ক সরফরাজ আহমেদের স্ত্রীও। খুশবখত সরফরাজ পোস্ট করেছেন দুটি ছবি। যার একটিতে সরফরাজ একহাতে কোলে নিয়ে আছেন ছেলেকে আরেক হাতে ট্রফি। অন্য ছবিতে অবশ্য ট্রফি ছাড়া শুধু ছেলের সঙ্গে পোজ দিয়েছেন তিনে। ছবি দু'টি টুইটারে পোস্ট করে সরফরাজ পত্নি লিখেছেন, 'আলহামদুলিল্লাহ।'
বিডি-প্রতিদিন/২০ জুন, ২০১৭/ওয়াসিফ