ক্রিকেট বিশ্বের চোখ এখন পাকিস্তানের হাসান আলীর দিকে। উঠতি এই পেসার সদ্য শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। তবে এখানেই থেমে যেতে চান না হাসান। পরিকল্পনা অনুযায়ী খেলে নিজের পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রেখে অনেক দূর স্বপ্ন তার। সম্প্রতি জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি।
২৩ বছর বয়সী এই ডানহাতি পেসার বলেন, 'ক্রিকেট খেলাটা আমার কাছে প্রার্থনার শামিল। আমি কখনোই আমার পরিকল্পনা থেকে সরে আসি না। এটা আমার সফলতার অন্যতম একটি কারণ। আমি সাহসী মানুষের মতো খেলতে চাই। মাঠে সিংহের মতো হিংস্র হতে চাই।'
এসময় চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরমেন্সের জন্য পাকিস্তানের বোলিং কোচ আজহার মাহমুদকে ধন্যবাদ জানিয়ে হাসান বলেন, 'আমার এই পারফরম্যান্সের কৃতিত্ব কেবল আমার একার নয়, এখানে খুব বড় একটা ভূমিকা পালন করেছেন আজহার ভাই। তিনি আমাকে শিখিয়েছেন কোন পরিস্থিতিতে কিভাবে বল করতে হয়। ধরুন আপনি আউটসুইং বা ইনসুইং করাতে পারছেন না তখন আপনাকে সাহায্য করবেন কে? আপনার বোলিং কোচ। আজহার ভাই আমাকে এই বিষয়গুলো শিখিয়েছেন।'
উল্লেখ্য, পাকিস্তানের হয়ে একটি টেস্ট, ২১টি ওয়ানডে ও সাতটি টি-টোয়েন্টি খেলেছেন হাসান আলী। আর এরই মধ্যে এই ডানহাতি পেসার হয়ে উঠেছেন পাকিস্তানের পেস বোলিং আক্রমণের অন্যতম ভরসা।
বিডি-প্রতিদিন/২২ জুন, ২০১৭/ওয়াসিফ