মহিলা বিশ্বকাপের গ্রুপ পর্বে পাকিস্তানের সামনে ১৬৯ রানে গুটিয়ে গেল ভারত। ডার্বিতে টসে জিতে ব্যাটিং নেয় ভারত। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাট হাতে ভারতীয় টপ অর্ডার দুরন্ত ফর্মে থাকলেও পাকিস্তানের বিরুদ্ধে ছন্দপতন।
ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের নায়ক স্মৃতি মান্ধানাকে মাত্র দুই রানে প্যাভিলিয়ানে ফিরিয়ে প্রথম ধাক্কা দেয় পাকিস্তান। এরপর সামনে থেকে দলকে নেতৃত্ব দেন পুনম রাউত। পুনম ৪৭ রানে আউট হলে ফের চাপের মুখে পরপর উইকেট হারাতে শুরু করে ভারতীয় দল।
প্রথম দু’ম্যাচে রান পেলেও অধিনায়ক মিতালি এদিন ব্যর্থ (৮রান)। এক সময় ভারত দেড়শো রানের গণ্ডি পেড়োবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়। যদিও সপ্তম উইকেটে সুষমা ভার্মা ও ঝুলন গোস্বামীর ৩৪ রানের পার্টনারশীপের উপর ভর করে ১৭০ রানের টার্গেট দেয় ভারত।
বিডি প্রতিদিন/০২ জুলাই ২০১৭/আরাফাত