মহিলা বিশ্বকাপের গ্রুপ পর্বে পাকিস্তানের সামনে ১৭০ রানের টার্গেট দিয়েছিল ভারত। এর আগে ডার্বিতে টসে জিতে ব্যাটিং নেমে ভারত ১৬৯ রান করে। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাট হাতে ভারতীয় টপ অর্ডার দুরন্ত ফর্মে থাকলেও পাকিস্তানের বিরুদ্ধে কিছুটা ছন্দপতন ঘটে।
এদিকে ১৭০ রানের টার্গেট নিয়ে ব্যাটিং নেমে পাকিস্তান ভারতের কাছে ৯৫ রানের ব্যবধানে হেরে যায়। ভারতের দেওয়া রানের টার্গেট খুব একটা বেশি না হওয়া সত্ত্বেও বিশ্বকাপের গ্রুপ পর্বের এ খেলায় পাকিস্তান জয় ছিনিয়ে আনতে পারেনি। ভারতের জয়ের কৃতিত্ব প্রাপ্য বোলারদেরই। পাঁচ-পাঁচটি উইকেট পেলেন ভারতের একতা। যার কারণে ১০০ রানও করতে পারল না চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ভারতের ১৬৯ রানের জবাবে পাকিস্তান মাত্র ৭৪ রান তুলতে সক্ষম হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার