বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে নিয়ে আগামী অক্টোবরের শেষদিকে ঘরের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চেয়েছিলো বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে ব্যস্ত সূচির কারণে এই সিরিজে অংশ নিতে পারছে না টাইগাররা।
এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে থাকবে বাংলাদেশ। যে কারণে ত্রিদেশীয় সিরিজের আগের সম্ভাব্য সূচি পরিবর্তন না করলে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজটিতে অংশ নিতে পারবে না।
আইসিসির সভা শেষে রবিবার দেশে ফিরে ত্রিদেশীয় সিরিজের ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, 'একটি প্রপোজাল এসেছিলো আমাদের কাছে। দূর্ভাগ্যবশত কোনোভাবেই এটা আমরা মেলাতে পারছি না। দক্ষিণ আফ্রিকা থেকে ৩০ অক্টোবর আমাদের দল ফিরবে। ওরা চাচ্ছে ২৮ তারিখের আগে।' এদিকে, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর শেষ হবে ২৯ অক্টোবর।
পাশাপাশি বিসিবি সভাপতি আরো বলেন, 'দক্ষিণ আফ্রিকা সিরিজের পর বিপিএল, ওটা চেঞ্জ করলে ওয়েস্ট ইন্ডিজ সফরে সমস্যায় পড়তে হবে। সবকিছু মিলিয়ে সমাস্যাটা তৈরি হয়েছে। এখন পর্যন্ত ধরে নিচ্ছি ওটা সম্ভব নয় যদি ওরা তারিখ পরিবর্তন না করে।'
বিডি-প্রতিদিন/৩ জুলাই, ২০১৭/ওয়াসিফ