চিলিকে হারিয়ে প্রথমবার কনফেডারেশন কাপ জয়ের স্বাদ পেয়েছে জার্মানি। সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে লার্স স্টিনডলের একমাত্র গোলে আর্জেন্তিনা, ব্রাজিল, ফ্রান্সের পর চতুর্থ দেশ হিসেবে জার্মানিও বিশ্বকাপ ও কনফেডারেশন কাপ জিতল। দ্বিতীয় সারির দল নিয়ে টুর্নামেন্ট খেলতে আসা কোচ জোয়াকিম লো স্বভাবতই উল্লসিত দলের এই জয়ে।
ম্যানুয়েল নয়ার, জেরোম বোয়েটাং, মেসুত ওজিল, টনি ক্রুসের মতো হেভিওয়েট তারকাদের বিশ্রাম দিয়েই কনফেডারেশন কাপ খেলতে এসেছিল জার্মানি। কারণ তাদের লক্ষ্য ছিল ২০১৮ বিশ্বকাপের রিজার্ভ বেঞ্চ তৈরি রাখা। এই লক্ষ্যে সফল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
চিলির বিরুদ্ধে কষ্টসাধ্য জয় পেলেও তরুণদের কৃতিত্বে খুশি কোচ লো। এই জয়ের পর তিনি বলেন, আমি ছেলেদের জন্য গর্বিত। কারণ ওরা মাত্র তিন সপ্তাহই একসঙ্গে খেলেছে। এই অল্প সময়ের মধ্যেই ওরা যা করেছে সেজন্য আমি খুশি। ওরা প্রতিটা মুহূর্তে বুঝিয়েছে ওরা জয়ের জন্য কতটা ক্ষুধার্ত।
বিডি প্রতিদিন/০৩ জুলাই ২০১৭/আরাফাত