তারা কখনই একসঙ্গে খেলেননি। কিন্তু বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বাদ দু’জনেই পেয়েছেন। নিজেদের সেরা সময়ে দু’জনেই বিশ্বের সক্ল দেশের ডিফেন্ডারদের ত্রাস হয়ে উঠেছিলেন। ফুটবলের এই দুই কিংবদন্তিকেই রবিবার দেখা গেল কনফেডারেশন কাপের ফাইনালে। বলছিলাম ডিয়াগো ম্যারাডোনা আর ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার রোনালদোর কথা।
ফুটবলকে বিদায় জানাবার পর ম্যারাডোনাকে কখনই ফিফার কোনও অনুষ্ঠানে দেখা যায়নি। কারণ ফিফার সাবেক প্রেসিডেন্ট জোয়াও হ্যাভেলাঞ্জ ও সেপ ব্লাটারের সঙ্গে তার বিরোধ ছিল সর্বজন বিদিত। ২০১৫ সালে ব্লাটার সরে যাওয়ায় বিশ্ব ফুটবলের সর্বময় কর্তা হন জিয়ানি ইনফ্যানটিনো। ফুটবলের রাজপুত্রের সঙ্গে তার দারুণ সম্পর্ক। সেই জন্যই এই প্রথম ফিফার কোনও অনুষ্ঠানে দেখা গেল তাকে।
অন্যদিকে বুটজোড়া তুলে রাখার পর থেকেই ফিফার বিভিন্ন কাজে জড়িয়ে রয়েছেন রোনালদো। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপেও অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসডর ছিলেন তিনি। বেশ কিছুদিন আগেই ২০১৮ বিশ্বকাপের ম্যাসকট ‘জাবিভাকা’ উদ্বোধনও করেছিলেন তিনি।
বিডি-প্রতিদিন/ ৩ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৬