ক্যারিবিয়ানদের বিপক্ষে ভুল শট নির্বাচনই নিজেদের পরাজয়ের মূল কারণ বলে জানালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। রবিবার ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে এ কথা পরিস্কার জানিয়ে দিলেন তিনি।
রবিবার ম্যাচ শেষে কোহলি বললেন, ‘বোলাররা দারুণ বল করেছে। সেকারণেই তো বিপক্ষকে ১৮৯ রানে আটকে দিয়েছিলাম। কিন্তু শট নির্বাচন ঠিক হয়নি। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়েছি। ওয়েস্ট ইন্ডিজ বোলাররা ভাল বল করেছে। প্রচুর ডট বল খেলেছি আমরা। ফলে চাপ বেড়ে গিয়েছিল। পরের ম্যাচে ভুলগুলো শুধরে নিতে হবে।’
রাহানে ও ধোনি ছাড়া টপ অর্ডারের কোনও ব্যাটসম্যানই রান পাননি। যা নিয়ে ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার বলে গেলেন, ‘উইকেট খুব স্লো ছিল। শট খেলাই মুশকিল হয়ে গিয়েছিল। এই উইকেটে দু’দিন আগেই খেলেছি। উইকেটটা রবিবার আরও স্লো হয়ে যায়। যার ফলে ব্যাটসম্যানরা স্বাভাবিক খেলাটা খেলতেই পারেনি। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারানোটাও হারের একটা কারণ। রাহানে একটা দিক ধরে রেখেছিল। আমাদের সুযোগও বাড়ছিল। কিন্তু রাহানে আউট হওয়ার পর আমাদের কাজটা শক্ত হয়ে গেল। এই উইকেটেই তৃতীয় ম্যাচে আমরা ২৬০ তুলেছি। রবিবার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেনি ব্যাটসম্যানরা।’
ধোনির স্লো ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে। ১১৪ বলে ৫৪ রান করেছেন ধোনি। রানের গতি বাড়াতে পারেননি। যা নিয়ে বাঙ্গার বলেন, ‘পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিতে হয় ব্যাটসম্যানদের। আমাদের ব্যাটিং গভীরতা ছিল। ধোনি যখন উইকেটে তখন উল্টোদিকের ব্যাটসম্যানরাও স্বাভাবিক খেলা খেলতে পারেনি। ফলে ধোনির উপর চাপ বাড়ছিল। পরপর উইকেট চলে যাওয়ায় একটা দিক ধরে রেখেছিল ধোনি। তাই রানের গতি বাড়াতে পারেনি।’
বিডি-প্রতিদিন/ ৩ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৮