ভারতীয় ক্রিকেট দলের কোচ হবার দৌড়ে সাবেক খেলোয়াড় ও ডিরেক্টর রবি শাস্ত্রী সবচেয়ে বেশি এগিয়ে আছেন বলে জানিয়েছেন দেশটির সাবেক লিটল মাস্টার সুনীল গাভাস্কার। এনডিটিভিকে তিনি বলেন, ‘২০১৪ সালে শাস্ত্রীর হাত ধরেই ভারত ক্রিকেটের বদলে যাওয়া শুরু হয়। ইতোমধ্যে সে নিজেকে প্রমান করেছে। তাই আমার মনে হচ্ছে, শাস্ত্রীই ভারতের পরবর্তী কোচ হবার দৌড়ে এগিয়ে।’
দলের অধিনায়ক বিরাট কোহলির সাথে দ্বন্দের কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরই ভারতের কোচের পদ থেকে নিজেই সড়ে দাঁড়ান অনিল কুম্বলে। ফলে ভারতের কোচের পদের জন্য আবেদন করেন অনেকেই।
আগামী ৯ জুলাই পর্যন্ত ভারতের কোচের পদের জন্য আবেদন করা যাবে। আর ১০ জুলাই ভারতের কোচ নিয়োগের জন্য আলোচনায় বসবেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষ্মনের উপদেষ্টা কমিটি।
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় সিরিজ হারের পর ২০১৪ সালে শাস্ত্রী ভারতের ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেন। এরপর তার অধীনে শ্রীলঙ্কার মাটিতে ২২ বছর পর ভারত টেস্ট সিরিজ জিতে। এরপর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ ও ২০১৬ সালে এশিয়া কাপ জয় করে ভারত।
বিডি প্রতিদিন/০৪ জুন ২০১৭/এনায়েত করিম