ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার পাকিস্তানের টেস্ট দলেরও অধিনায়ক হলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। আজ মঙ্গলবার ইসলামাবাদে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘোষণা দেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান।
তিনি বলেন, ‘ওয়ানডে ও টি-২০-এর সাথে সরফরাজ আহমেদকে পাকিস্তান টেস্ট অধিনায়ক হিসেবে ঘোষণা দেয়ার সুযোগটি নিচ্ছি আমি।’
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য নওয়াজ শরীফের কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল। সংবর্ধনা অনুষ্ঠানে পাকিস্তান দলের প্রত্যক সদস্যকে ১০ মিলিয়ন রুপি করে পুরস্কার দেন দেশটির প্রধানমন্ত্রী।
সংবর্ধনা অনুষ্ঠানে টেস্টে অধিনায়কত্ব পেয়ে সরফরাজ বলেন, ‘টেস্ট অধিনায়ক হিসেবে আমাকে মনোনীত করায় আমি সম্মানিত বোধ করছি। সব ফরম্যাটে দলকে ভালো ফলাফল এনে দিতে আমি সেরাটা দেয়ার চেষ্টা করব।’
বিডি প্রতিদিন/০৪ জুন ২০১৭/এনায়েত করিম