উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে ধোনি একদিনের ক্রিকেটে করে ফেলেছেন ৯৪৯৬ রান। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। যার রান ৯৬১৯। আর ১২০ রান করতে পারলেই গিলক্রিস্টকে টপকে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসবেন মাহি। আর সেই কারণেই অ্যাডাম গিলক্রিস্ট ধোনিকে অগ্রীম শুভেচ্ছা জানিয়ে রাখলেন।
উইকেটকিপার–ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রান অবশ্য শ্রীলঙ্কার প্রাক্তন কুমার সাঙ্গাকারার দখলে। যিনি করেছেন ১৪২৩৪ রান। যা ভাঙা ধোনির পক্ষে সম্ভব নয়। কিন্তু গিলক্রিস্টকে টপকে যেতেই পারেন মাহি। সে কারণেই ইনস্টাগ্রামে আগাম শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন গিলক্রিস্ট। সেখানে তিনি বলেছেন, ‘আমাকে তাড়াতাড়ি টপকে যাও। শুভেচ্ছা রইল।’
এদিকে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ধীর গতির ব্যাটিংয়ের জন্য যারা ধোনির সমালোচনা করছিলেন তাদের একহাত নিয়ে সুনীল গাভাসকার বলেছেন, ‘ধোনিকে দায়ী করা ঠিক নয়। এটা গোটা দলের ব্যাটিং বিপর্যয়। তাই ধোনির সমালোচনা বন্ধ হোক।’
বিডি-প্রতিদিন/ ৫ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১১