গতবারও কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন ভারতের সাবেক টিম ডিরেক্টর রবি শাস্ত্রী।তবে শাস্ত্রীকে টপকে সেবার কোহলিদের কোচের দায়িত্ব দেওয়া হয় ভারতের সাবেক তারকা স্পিনার অনিল কুম্বলেকে। তখন কোচ হতে না পারার জন্য শাস্ত্রী টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে নিয়ে প্রকাশ্যে দোষারোপ করেন। ফলে স্বাভাবিকভাবেই দু'জনের মধ্যে সম্পর্কটা ভালো না। এবারেও কোচ বাছাইয়ের ইন্টারভিউতে যে সৌরভ রবি শাস্ত্রীকে চাইবেন না, সেটাও একপ্রকার নিশ্চিত বলা যায়।
তবে পরিবর্তিত পরিস্থিতিতে শাস্ত্রীকে কোচ করা নিয়ে সৌরভের অনিচ্ছা সম্ভবত কাজে আসবে না। কারণ, অধিনায়ক বিরাট কোহলির পছন্দকে প্রাধান্য দিচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। আর কোহলির প্রথম পছন্দের তালিকায়ও রয়েছেন শাস্ত্রী। আর কোহলির এই মতের সঙ্গে রয়েছে কোচ বাছাইয়ের তিন সদস্যের কমিটির অন্যতম সদস্য শচীন টেন্ডুলকারের সমর্থন। কারণ শাস্ত্রীকে দ্বিতীয়বার কোচের পদে আবেদনের অনুরোধ করেন নাকি শচীন নিজেই।
এদিকে, ভারতীয় গণমাধ্যমের খবর, বোর্ডও নাকি চাইছে শাস্ত্রীকে ফের কোচের চেয়ারে বসাতে। কারণ, সম্প্রতি বোর্ডের এক প্রভাবশালী কর্মকর্তা বলেন, ‘‘রবি শাস্ত্রী ডিরেক্টর থাকাকালীন দলের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোনো সংঘাত ছিল না। কোচ বনাম অধিনায়ক কোনো ব্যক্তিত্বের লড়াই ঘটেছে বলে কখনো শোনা যায়নি।’’ অর্থাৎ ভারতীয় দলকে উত্তাল অবস্থা থেকে স্থিতিশীলতায় আনতে বোর্ডের পছন্দও শাস্ত্রী।এখন দেখার, শাস্ত্রীকে নিয়োগ করার ব্যাপারে সৌরভ কোন দিকে ঝোঁকেন!
বিডি-প্রতিদিন/০৫ জুলাই, ২০১৭/মাহবুব