অস্ট্রেলিয়া সফরে আজ প্রথম ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) স্কোয়াড। দুই সপ্তাহের এ সফরে চারটি ওয়ানডে ছাড়াও একটি তিনদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ।
প্রথম ম্যাচ সামনে রেখে গতকাল সকালে ঘাম ঝরিয়েছে এইচপি স্কোয়াড। প্রথম ম্যাচের আগে এটাই সফরকারীদের প্রথম অনুশীলন।
আজ অস্ট্রেলিয়ার মারারা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচটি। এ সময়টায় অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্রিকেটাররা অনুশীলন করেন ডারউইনে। এদের নিয়ে গড়া দলটি মুখোমুখি হবে বাংলাদেশের। এ সফরের বাকি সব ম্যাচই অনুষ্ঠিত হবে ডারউইনে।
বিডি প্রতিদিন/ ০৫ জুলাই, ২০১৭/ই জাহান