জন ম্যাকেনরো বনাম সেরেনা উইলিয়ামসের ‘ম্যাচ’ থেমেও থামছে না। যদিও প্রথম ‘সার্ভ’টা ম্যাকেনরোই করেছিলেন। বলেছিলেন, পুরুষদের সার্কিটে সেরেনার র্যাঙ্কিং হতো ৭০০।
যা নিয়ে সেরেনার জবাব ছিল, ‘'আমাকে নিয়ে কোনও মন্তব্য করবেন না। আমার ব্যক্তিগত জীবনকে সম্মান করুন।'
সেরিনার সেই কথার প্রসঙ্গ টেনে এনে মঙ্গলবার আবার বিতর্ক উস্কে দিলেন মার্কিন কিংবদন্তি টেনিস খেলোয়াড়। উইম্বলডন চলাকালীন ম্যাকেনরো বলে দিলেন, ‘‘সেরেনা আমাকে বলেছিল, ওর ব্যক্তিগত জীবনকে সম্মান করতে। সেটা খুব ভাল কথা। কিন্তু আমি দেখলাম, ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের কভারে ডেমি মুরের মতো একটা ছবি দিয়েছে সেরিনা!’’
১৯৯১ সালে অন্তঃসত্ত্বা থাকার সময় নগ্ন অবস্থায় ওই ম্যাগাজিনের কভারে ছবি দিয়েছিলেন অভিনেত্রী ডেমি মুর। যা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। এবার একই ভাবে ম্যাগাজিনের কভারে এলেন সেরেনাও। যা নিয়েই ম্যাকেনরোর ব্যঙ্গ। এই নিয়ে সেরিনার কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
বিডি প্রতিদিন/ ০৫ জুলাই, ২০১৭/ই জাহান