বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে দলের অধিনায়কত্ব নিয়ে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ প্রসঙ্গে সম্প্রতি দেশের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে প্রশ্ন করা হয়, আপনি কি মনে করছেন?’-
গণমাধ্যমকর্মীর এমন প্রশ্ন শুনে অনেকটাই হতচকিত হয়ে উঠলেন মাহমুদউল্লাহ। চোখ ভরা বিস্ময়! দূর থেকে দেখে মনে হল, আকাশ থেকে পড়ছেন জাতীয় দলের এ তারকা ক্রিকেটার!
অবাক চোখে রিয়াদ বললেন , ‘জাতীয় দলের অধিনায়কত্ব অনেক দূরের কথা, সেই সব নিয়ে আমি ভাবছি না। দলের জয়ে ভূমিকা রাখতে চাই।’ সবশেষে প্রশ্নকর্তাকেও খুশি করলেন রিয়াদ, ‘এরকম কিছু হলে সেটা ভবিষ্যতে দেখা যাবে।’
জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন প্রতিটি খেলোয়াড়ের থাকে। মাহমুদউল্লাহও এর ব্যতিক্রম নন। তবে আপাতত জাতীয় দলের এ তারকা ক্রিকেটারের ভাবনা খুলনা টাইটান্সকে নিয়ে। বিপিএলের দল খুলনা টাইটান্স ফের জাতীয় দলের এ অধিনায়কের হাতে দিয়েছে খুলনা টাইটান্সের ভার।
গত আসরে প্রথমবারের মতো বিপিএলে অংশ নিয়ে খুলনা শেষ চারে নাম লিখায়। শিরোপার থেকে মাত্র দুই ধাপ দূরে থেকে বিপিএল থেকে ছিটকে যায় তারা। এবার বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে খুলনা।
কোচ হিসেবে মাহমুদউল্লাহ দলে পেয়েছেন শ্রীলঙ্কার গ্রেট মাহেলা জয়াবর্ধনে। তার সঙ্গে কাজ করতে মুখিয়ে মাহমুদউল্লাহ, 'মাহেলার মতো কিংবদন্তী একজন ক্রিকেটার আমাদের দলের কোচ হিসেবে এসেছে, এটা আমাদের দলকে আরও বেশি গতিশীল করবে। আমি খুব রোমাঞ্চিত মাহেলার সঙ্গে কিছুদিন কাটাতে পারবো।'
বিডি প্রতিদিন/ ০৬ জুলাই, ২০১৭/ ই জাহান