জল্পনার অবসান হয়তো এবার ঘটতে চলেছে। তেরো বছর ম্যানচেষ্টার ইউনাইটেডে থাকার পর অবশেষে ক্লাব ছাড়তে চলেছেন ওয়েন রুনি। রেড ডেভিলস ছেড়ে নিজের ফুটবল ক্যারিয়ার শুরু করে যেখানে, সেই এভার্টনেই ফিরছেন ইংল্যান্ডের এই তারকা স্ট্রাইকার।
আর কয়েকদিন পর প্রাক মৌসুমের প্রস্তুতি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছে ম্যানচেষ্টার ইউনাইটেড। শোনা যাচ্ছে, এই মার্কিন সফরের দল থেকে বাদ পড়ছেন রুনি। তেরো বছর ধরে ম্যান ইউতে বর্ণময় ফুটবল ক্যারিয়ারে ২৫৩ গোল করেছেন রুনি। জিতেছেন একাধিক ট্রফি।
তবে হোসে মোরিনহো কোচ হয়ে আসার পর গত একবছরে প্রথম একাদশে জায়গায় হারিছেন এই তারকা। বাদ পড়েছেন ইংল্যান্ডের দল থেকে। ফুটবল ক্যারিয়ার দীর্ঘায়িত করতে এভার্টনে ফিরতে মরিয়া রুনি।
বিডি-প্রতিদিন/ ৬ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৬