আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা নিজেদের ঘরে তুলেছে পাকিস্তান। সেই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পুরো দলকে শুভেচ্ছা জানাতে সবাইকে হাজির করেছিলেন এক মঞ্চে। সেখানেই উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়র খান। সেই মঞ্চ থেকেই ভারতের উদ্দেশে তোপ দাগলেন তিনি। বরং বলা যায় পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি ভারতীয় ক্রিকেটকে।
সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। আইসিসির ট্রফিতে খেললেও পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলা নিয়ে অতীতে বিস্তর পানিঘোলা হয়েছে। চুক্তি থাকলেও পাকিস্তানের মাটিতে খেলতে যেতে চায়নি ভারত। তা নিয়ে আবারও খোঁচা দিয়ে রাখলেন শাহরিয়র। তিনি বলেন, ‘‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতকে চ্যালেঞ্জ জানাচ্ছি এসে দ্বিপাক্ষিক সিরিজ খেলার। ওরা বলেছে আমাদের সঙ্গে আইসিসি ম্যাচে খেলবে কিন্তু ওরা অন্য কোথাও খেলবে না। এর অর্থ ভারত আমাদের সঙ্গে খেলতে ভয় পাচ্ছে।’’
এবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে না যাওয়ার জন্য বিসিসিআইকে আইনি নোটিসও পাঠিয়েছিল পিসিবি। কিন্তু এখনও সেই সমস্যার সমাধান হয়নি। এদিন সরফরাজ আহমেদকে সব ফর্ম্যাটের ক্রিকেটের অধিনায়ক হিসেবে ঘোষণা করার সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য সব প্লেয়ারদের পুরস্কৃতও করা হয়।
বিডি-প্রতিদিন/ ৬ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৯