দ্বিতীয় বাছাই নোভাক জোকোভিচ অ্যাডাম পাভ্লাসেককে হারিয়ে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছেন। তিনবারের চ্যাম্পিয়ন এদিন ৯০ মিনিটের লড়াই শেষে ৬-২ ৬-২ ৬-১ সেটে জয় পান।
৩০ বছর বয়সী জোকোভিচকে ১৩৬ নম্বরে থাকা খেলোয়াড়ের বিপক্ষে শুরুতে এলোমেলো মনে হয়। কিন্তু সময়ের সঙ্গে দ্রুত ছন্দে ফিরে আসেন।
এই আসরের প্রথম রাউন্ডে সম্পূর্ণ ম্যাচ না খেলেই জয় পেয়েছিলেন জোকোভিচ। ৪০ মিনিটের মাথায় মার্টিন ক্লিজান ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
দিনের অন্য ম্যাচে ফ্রান্সের গেল মনফিলস ব্রিটেনের দুই নম্বর খেলোয়াড় ইডমান্ডকে হারিয়ে চমক দেখিয়েছেন। ১৫তম বাছাই মনফিলস ৭-৬ (৭-১) ৬-৪ ৬-৪ সেটে জয় পান।
বিডি প্রতিদিন/০৭ জুলাই ২০১৭/আরাফাত