মুখে মাস্ক, হাতে ঝাড়ু নিয়ে ক্রিকেটার শচীন টেন্ডুলকার ঘুরে বেড়াচ্ছেন ময়লার স্তূপে, রাজপথে। মুম্বাইয়ের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের ‘স্বচ্ছ ভারত হি সেবা’ অভিযানের অংশ হিসেবে ভারত পরিষ্কারের কাজে নেমেছেন এই ক্রিকেট কিংবদন্তি।
যুব সেনা প্রধান আদিত্য ঠাকরেকে সাথে নিয়ে পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন নিজ এলাকা মুম্বাইয়ের দক্ষিণ বান্দ্রা থেকে। অভিযানে শচিন-আদিত্যের আগ্রহে হাত লাগিয়েছিল সাধারণ মানুষও। তবে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করছেন শচিন, এই দৃশ্যই যেন বেশি টেনেছে তাদের।
সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়ে ভারতীয় এই ‘ব্যাটিং ঈশ্বর’ বলেন, ‘ডাস্টবিন থাকা সত্ত্বেও মানুষ যেখানে সেখানে ময়লা ফেলে৷ আমি প্রত্যেককে অনুরোধ করব এটা না করে শহর, তথা নিজের পরিবেশকে পরিষ্কার রাখুন৷ যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত জরুরি৷’
বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর ২০১৭/হিমেল