শচীন টেন্ডুলকার ও বীরেন্দ্র শেবাগ- দু’জন খেলার মাঠ থেকেই বন্ধু। খেলা ছেড়ে দেওয়ার পরেও দুই কিংবদন্তী ক্রিকেটারের বন্ধুত্বে চিড় ধরেনি। ওপেনিংয়ে শচীন-শেবাগ ছিলেন প্রতিপক্ষ বোলারদের কাছে আতঙ্ক। শচীনের ব্যাপারে বরাবরই নিজের অগাধ শ্রদ্ধা জানিয়ে এসেছেন। কিছুদিন আগেই শাহরুখ খানের কাছে গল্প করেছিলেন কীভাবে একটি ম্যাচে শচীন স্রেফ ধ্বংস করে দিয়েছিলেন শোয়েব আখতারকে।
যাই হোক, এই পূজার সময়েই শেবাগ একটি নতুন বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন শচীনের কাছ থেকে। তারপরেই এই গাড়ির ছবি পোস্ট করে শচীনকে ধন্যবাদ জানান শেবাগ।
প্রসঙ্গত, অনেকদিন ধরেই ভারতে বিএমডব্লিউ-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর শচীন। বিজ্ঞাপনী দুনিয়ায় মাঝেমাঝেই বিএমডব্লিউ-এর প্রচারে দেখা যায় মাস্টার ব্লাস্টারকে। শেবাগকে তাই প্রাক-শারদীয়া উপহার দিতে কার্পণ্য করেননি শচীন। শেবাগকে উপহার দেওয়া বিএমডব্লিউটি কোম্পানির অন্যতম সেরা মডেল। উপহার পেয়ে শচীনকে টুইটারে ধন্যবাদ শেবাগের।
বিডি প্রতিদিন/এ মজুমদার