দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রোমে বেশ কিছু পরিবর্তন দেখা গেল বাংলাদেশ দলে। ছুটি নিয়ে আগে থেকেই দলের সঙ্গে নেই সাকিব আল হাসান, ইনজুরির কারণে একাদশে জায়গা হয়নি সৌম্য সরকারের। ভিসা ঝামেলায় দেরীতে দক্ষিণ আফ্রিকায় পৌঁছলেও রুবেলের জায়গা হয়নি একাদশে। ফিরলেন মাহমুদ উল্লাহ ও লিটন দাস তাই বলতে হচ্ছে অনেকগুলো পরিবর্তন নিয়েই প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামল মুশফিক বাহিনী।
অন্যদিকে রুবেলে বদলে শফিউল জায়গা পেলেন। কিন্তু সবচেয়ে বড় চমকটা দেখা গেল যখন উইকেটের পেছনে লিটন দাস এলেন। দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্টেই কিপিং থেকে সরে দাঁড়াতে হল টাইগার অধিনায়ক মুশফিকুর রহিমকে।
যদিও এর আগেই অনেক গুঞ্জন শোনা যাচ্ছিল টেস্টে কিপিং ছাড়ছেন মুশফিক। অবশেষে সে গুঞ্জন সত্য হল পচেফস্ট্রোমে।
বিডিপ্রতিদিন/ ২৮ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান