সিরিজ শুরুর আগে বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ের মন্ত্র জপেছিলেন আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার নাবিদ সায়েম। কিন্তু মাঠের লড়াইয়ে বাংলাদেশ যুবাদের কাছে উড়ে গেছে আফগান যুবারা। ব্যাটিংয়ে বাংলাদেশকে স্বল্প পুঁজিতে আটকে রাখলেও ছোট টাইগারদের বোলিং তোপ সামাল দিতে পারেনি আফগানিস্তানের যুবারা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের কাছে ১৪৫ রানের বড় ব্যবধানে হেরেছে তারা।
উইকেটে ঘাস ছিল। তাই টসে জিতে ফিল্ডিং নিয়ে পেসারদের লেলিয়ে দেয় আফগানিস্তান। ৮৪ রানে ৪ উইকেট তুলে নিয়ে অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন আফগান বোলররা। নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশ শেষপর্যন্ত তাওহীদুলের ৮৫ বলে ৫২, কাজী অনিকের ২৪ বলে ২৭, অধিনায়ক সাইফের ২০ ও পিনাক ঘোষের ২৩ রানের সুবাদে দলীয় স্কোর ৯ উইকেট হারিয়ে ২২২ রানে নিয়ে যায়। আফগান মুজিবুল ইসলাম ৪টি, তারেক স্ট্যানিকজাই ২টি উইকেট ঝুলিতে পুরেন।
জবাব দিতে নেমে আফগানদের ব্যাটিংয়ের চিত্র ছিল হতশ্রী। ৩৫ রানেই দলের টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যান সাজঘরে ফিরে যান। উইকেটে থিতু হতে পারেননি কোনও আফগান ব্যাটসম্যান। মাত্র ৮৪ রানেই তাই গুটিয়ে যায় তাদের ইনিংস। দলের পক্ষে তারেক স্ট্যানিকজাই ১৬ ও নাসির ওয়াহদাতের ১০ ছাড়া আর কেউ দুই অঙ্কের কোটা পেরোতে পারেননি। টাইগার যুবা কাজী অনিক ৪টি ও নাঈম হাসান ৩টি উইকেট দখল করেন। ব্যাটে বলে দারুণ খেলে ম্যান অব দ্য ম্যাচ হন কাজী অনিক। সিরিজের পরবর্তী ম্যাচ আগামী শনিবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন