ফের একসঙ্গে দেখা যাবে পুরনো জুটিকে। আরও একবার আন্দ্রে আগাসিকেই কোচ হিসেবে রাখছেন নোভাক জকোভিচ। কনুইয়ের চোট সারিয়ে জকোভিচ আবার যখন কোর্টে নামবেন, তখন প্রধান কোচ হিসেবে আগাসিই থাকবেন।
জকোভিচের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আন্দ্রে আগাসি প্রধান কোচ হিসেবে থাকছেন। ইতালির মার্কো পানিচি হবেন ফিটনেস কোচ এবং আর্জেন্টিনার উলিসেস বাদিও নতুন ফিজিও হিসেবে দায়িত্ব নেবেন। শুধু দ্বিতীয় কোচ হিসেবে কাকে নিয়োগ করা হবে, সেই সিদ্ধান্ত নেওয়া বাকি আছে।’
জুলাইয়ে উইম্বলডন কোয়ার্টার ফাইনালে টমাস বার্ডিচের বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়ার পর আর কোর্টে নামেননি জকোভিচ। মনে করা হচ্ছে আবার জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে তিনি কোর্টে নামবেন।
বিডি প্রতিদিন/ ২৭ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর