দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হারুন লরগাত পদত্যাগ করেছেন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) সভাপতি ক্রিস নেনজানি বৃহস্পতিবার জানান, বোর্ডের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় লরগাত তাৎক্ষণিকভাবে পদত্যাগ করেছেন।
নেনজানি বলেন, ‘সম্প্রতি আমরা বেশ কয়েকবার বোর্ড এবং লরগাতের মধ্যকার দূরত্ব কমানোর চেষ্টা করেছি। কিন্তু সন্তোষজনক সমাধানের কোনো পথ আমরা খুঁজে পাইনি।’
সম্পর্কের অবনতির বিষয়ে বিস্তারিত জানাননি নেনজানি। তবে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, আগামী নভেম্বরে শুরু হতে যাওয়া ঘরোয়া নতুন গ্লোবাল টি-২০ টুর্নামেন্টে লরগাতের ভূমিকা নিয়ে বোর্ডের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়।
সিএসএ ভাইস প্রেসিডেন্ট থাবাং মোরোয়ে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিডি প্রতিদিন/২৯ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম