দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিং-বান্ধব উইকেট থাকা সত্ত্বেও টসে জিতে ফিল্ডিং নেয়ায় অধিনায়ক মুশফিকুর রহিমের সমালোচনা হচ্ছে। বলা হচ্ছে, তিনি নাকি পচেফস্ট্রুম টেস্টের উইকেটই বুঝতে পারেননি। এমন বক্তব্যের সঙ্গে একমত সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও।
তিনি বলেছেন, টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তটাই আমাদের ভোগাবে। দ্রুত থামানো না গেলে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার হাতে নিয়ন্ত্রণ চলে যাবে। ওরা যদি প্রথম ইনিংসে ৫শ'র বেশি রান করে তাহলে লম্বা সময় ফিল্ডিং করে ব্যাট করতে নেমে মুশফিকরা ভালো করতে পারবে না। আমাদের পজেটিভ ও আক্রমণাত্মক শুরু দরকার ছিল।
অধিনায়ক মুশফিককে সরিয়ে কিপিংয়ে আনা হয়েছে লিটনকে। এ নিয়ে আশরাফুল বলেন, মুশফিকের কিপিং না করাটাই ভালো। ও দলের সেরা ব্যাটসম্যান। এতো লম্বা সময় কিপিং করে পরে চার বা পাঁচে ব্যাট করা ওর জন্য কঠিন।
বিডি প্রতিদিন/২৯ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা