পাহাড় সমান রানের সামনে দাঁড়িয়ে দ্বিতীয় দিন ফিল্ডিংয়ে নেমেছে মুশফিকের দল। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ডিন এলগার আর হাশিম আমলা দক্ষিণ আফ্রিকার ইনিংস লম্বা করছেন। দু’জনই তুলে নিয়েছেন সেঞ্চুরি।
এই প্রতিবেদন খেলা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্কোর ৩৯১/১। আমলা ১২৪ রানে আর এলগার ১৬৫ রানে ব্যাট করছেন।
এর আগে ম্যাচের প্রথম দিনে পচেফস্ট্রুমে টাইগার বোলিং লাইনআপ খুব একটা সমস্যায় ফেলতে পারেনি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে এক উইকেটে ২৯৮ রান তুলে নেয় স্বাগতিকরা।
বাংলাদেশের পেসার মোস্তাফিজ ১৬ ওভার, শফিউল ১৫ ওভার, তাসকিন ১৫ ওভার, স্পিনার মিরাজ ৩৬ ওভার, মাহমুদুল্লাহ ২ ওভার, মুমিনুল ২ ওভার আর সাব্বির ৪ ওভার বল করেছেন। হতাশার দিনে কোনো বোলারই একটি উইকেটও তুলে নিতে পারেননি।
বাংলাদেশের একমাত্র সফলতা বলতে মেহেদী হাসান মিরাজ রানআউট করেন মার্করামকে। এলগারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হন এই ম্যাচে অভিষিক্ত মার্করাম। ৯৭ রান করেন এই প্রোটিয়া ব্যাটসম্যান। এলগার-মার্করাম মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ১৯৬ রান।
বিডি-প্রতিদিন/২৯ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ