পচেফস্ট্রমে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বোলারদের নিয়ে ছেলেখেলা করছেন দুই প্রোটিয়া ব্যাটসম্যান ডিন এলগার ও হাসিম আমলা। ডিন এলগারের পর সেনউইজ পার্ক স্টেডিয়ামে ডিন এলগারের পর সেঞ্চুরি তুলে নিয়েছেন হাশিম আমলাও।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১৭ ওভারে ১ উইকেটে ৪১১ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ১২৮ রান নিয়ে ব্যাটিং শুরু করা দিন এলগার রয়েছেন ১৭২ রানে আর ৬৮ রানে প্রথম দিন শেষ করা আমলা অপরাজিত রয়েছেন ১১৭ রানে।দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ২১৫ রান।
প্রথম দিনে ৬৮ রানে অপরাজিত থাকা হাশিম আমলা পেয়েছেন তার টেস্ট ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি। ১৯৭ বলে ১৭ বাউন্ডারি আর ১ ছক্কায় ১৩৭ রানে অপরাজিত আছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ডিন এলগার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন ডাবল সেঞ্চুরির দিকে। ৩৫৩ বলে ১৪ চার আর ৩ ছক্কায় ১৭২ রানে অপরাজিত আছেন তিনি।
বিডি-প্রতিদিন/ ২৯ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর