ক্রিকেট মাঠে হেলমেট কতটা প্রয়োজনীয় জিনিস, তা আরও একবার প্রমাণ হল বেঙ্গালুরুতে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ একদিনের ম্যাচে। রোহিত শর্মা মাথায় আঘাত পেতেই পারতেন। কিন্তু হেলমেট থাকার জন্য আঘাত এড়াতে পারলেন তিনি।
৩৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মা এবং অজিঙ্কা রাহানে শুরুটা দারুণ করেছিলেন। সেই সময় ম্যাথু ওয়েডের ছোঁড়া একটা বল গিয়ে আচমকাই লাগে রোহিত শর্মার মাথায়। রোহিতের যেহেতু মাথায় হেলমেট পরা ছিল, তাই তার কোনও আঘাত লাগেনি।
ঘটনাটি ঘটেছে ভারতীয় ইনিংসের ১৬তম ওভারের পঞ্চম বলের সময়। ১৫.৫ ওভারে বল করেছিলেন ট্রাভিস হেড। হেডের টাইট অফ স্পিনের জন্য রোহিত-রাহানে সতর্কভাবে খেলছিলেন। সেই সময়েই উইকেটকিপার ম্যাথু ওয়েডের একটি ছোঁড়া বল সরাসরি আঘাত হানে রোহিত শর্মার মাথায়। তবে রোহিত রক্ষা পান তাঁর মাথায় হেলমেট থাকার কারণে।
আসলে উইকেটের পিছন থেকে ওয়েড বল ফেরত পাঠাতে চেয়েছিলেন হেডকে। তবে সেই ছোঁড়া বল লক্ষ্যভ্রষ্ট হয়ে রোহিতের মাথায় আছড়ে পড়ে।বল হেলেমেটে লাগার পর রোহিতও ম্যাথু ওয়েডের দিকে তাকিয়ে হেসে ফেলেন। এবার ভিডিওটা দেখে নিন আপনিও।
বিডি-প্রতিদিন/ ২৯ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর