নিউজিল্যান্ডের জার্সিতে রস টেলর সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২০১৬ সালের মার্চে। এরপর টেস্ট ও ওয়ানডে খেললেও টি-টোয়েন্টি ফরমেটে তাকে আর দেখা যায়নি। তবে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও টি-টোয়েন্টিতে ফিরছেন মারকুটে এই কিউই ব্যাটসম্যান।
এদিকে, টেলরকে পেয়ে নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন খুব খুশি। তিনি বলেন, ‘রস টেলর ভালো ফর্মে আছে। সে মিডল অর্ডারে আমাদের আরেকটি বিকল্পের সুযোগ তৈরি করে দিচ্ছে। রসের অভিজ্ঞতা দলের জন্য দারুণ কিছু হবে।’
সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছেন টেলর। সদ্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সময় পার করেছেন টেলর। ৩ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৫৫ রান। সর্বোচ্চ ৯৫। প্রস্তুতি ম্যাচে ছিল একটি সেঞ্চুরিও।
ইনজুরি আক্রান্ত লেগ স্পিনার টড অ্যাস্টলের জায়গায় অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে টি-টোয়েন্টি স্কোয়াডে নেওয়া হয়েছে। ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে ভারতের বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ম্যাচে চোট পান বোলিং অল-রাউন্ডার অ্যাস্টল।
দিল্লিতে বুধবার থেকে শুরু থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), মিচেল স্যান্টনার, ইশ সোদি, টিম সাউদি, রস টেলর, ট্রেন্ট বোল্ট, টম ব্রুস, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গুপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, হেনরি নিকোলস, অ্যাডাম মিলনে, কলিন মুনরো, গ্লেন ফিলিপস ।
বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ