পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি রবিবার একটি টুইট করেছেন। আগামী বছরের এপ্রিলে পাকিস্তানে ইমার্জিং এশিয়া কাপ আয়োজনের বিষয়ে লিখেছেন তিনি।
লাহোরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভার সিদ্ধান্ত হয় পরবর্তী ইমার্জিং প্লেয়ার্স এশিয়া কাপ পাকিস্তানেই হবে। এরপর টুইটারে নাজাম শেঠি লিখেছেন, অভিনন্দন। আগামী এপ্রিলে ইমার্জিং প্লেয়ার্স এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। ছয় জাতির অংশগ্রহণে (শ্রীলংকা, বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, পাকিস্তান, +১)
এ নিয়ে এক সাক্ষাৎকারে নাজাম শেঠি বলেন, ছয় দেশ এই টুর্নামেন্ট খেলবে। আশা করি, ভারতও আসবে।
ইমার্জিং কাপে মূলত অনূর্ধ্ব-২৩ দল খেললেও দলে থাকেন জাতীয় দলের অনেক ক্রিকেটারও। তাই টুর্নামেন্টটি বরাবরই পেয়ে আসছে আলাদা গুরুত্ব। বিশ্ব একাদশের হয়ে সম্প্রতি পাকিস্তানে তিনটি টি২০ ম্যাচ খেলে এসেছেন বাংলাদেশের তামিম ইকবাল।
ইমার্জিং প্লেয়ার্স এশিয়া কাপ খেলা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এখনো আনুষ্ঠানিক কিছু জানা যায়নি। তবে নাজাম শেঠি বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলছেন বাংলাদেশের অংশগ্রহণের কথা। বাংলাদেশ যাবে কি?
বিডি প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৭/ফারজানা