চ্যাম্পিয়ন্স লিগে আন্ডারলেখটের বিপক্ষে মঙ্গলবার ৫-০ গোলে জয় পেয়েছে নেইমারের পিএসজি। এই জয়ে দুই ম্যাচ বাকি থাকতেই নক আউট পর্ব নিশ্চিত করেছে দলটি ।আর শনিবারের আগে ম্যাচও নেই।
তাই কিছু সময় বের করে নেইমার বন্ধু দানি আলভেজ, পিএসজি গোলরক্ষক কেভিন ট্র্যাপদের সঙ্গে মেতে উঠেছেন হ্যালোইন উৎসবে। উৎসবে জোকারদের মতো করে সেজেছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা। চুল সবুজ করিয়ে রেখেছেন আগেই। সূত্র : গোল ডট কম
বিডি প্রতিদিন/১ নভেম্বর, ২০১৭/ফারজানা