দক্ষিণ আফ্রিকা সফর শেষে মঙ্গলবার সকালে দেশে ফিরেই সন্ধ্যায় বিয়ের পিড়িতে বসেন জাতীয় দলের তরুণ পেস বোলার তাসকিন আহমেদ। দীর্ঘ ৭ বছরের বন্ধুত্বের পর কনে রাবেয়া নাঈমার সাথে সন্ধ্যায় রাজধানীর একটি কনভেনশন হলে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়ের অনুষ্ঠানে তাসকিন আহমেদের নিকটাত্মীয় ছাড়াও জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার উপস্থিত ছিলেন বলে জানা গেছে। ইতোমধ্যে তাসকিন ও তার নববধূ নাঈমার বেশ কিছু ছবি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। চলুন দেখে নেওয়া যাক সেইসব ছবি-
বিডি প্রতিদিন/১ নভেম্বর ২০১৭/হিমেল