২ নভেম্বর, ২০১৭ ০৯:৩৬

আগুয়েরোর রেকর্ডের রাতে সিটির জয়

অনলাইন ডেস্ক

আগুয়েরোর রেকর্ডের রাতে সিটির জয়

সংগৃহীত ছবি

নাপোলির বিপক্ষে দারুণ জয়ে দুই ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠেছে ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে নাপোলির মাঠে ৪-২ গোলে জেতে পেপ গুয়ার্দিওলার দল। এই ম্যাচে জোড়া গোল করে সিটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (১৭৮টি) হওয়ার রেকর্ড গড়েন সার্জিও আগুয়েরো।

নিজেদের মাঠে ২১তম মিনিটেই নাপোলিকে এগিয়ে দেন লরেন্সো ইনসিনিয়ে। তবে প্রথমার্ধেই সমতায় ফেরে সিটি। ৩৪তম মিনিটে ডান দিক থেকে ইলকিয়াই গুনদোগানের বাড়ানো ক্রসে দূরের পোস্টে থাকা আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি দারুণ হেডে লক্ষ্যভেদ করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় ইংল্যান্ডের দলটি। ৪৮তম মিনিটে বাঁ দিক থেকে লেরয় সানের নেওয়া কর্নারে জন স্টোনসের হেডে বল ক্রসবারের নিচের দিকে লেগে গোললাইন পেরোয়। তবে ৬২তম মিনিটে স্পট কিকে গোল করেন জর্জিনিয়ো। ডি বক্সের ভেতর সানে রাউল আলবিওলকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

৬৯তম মিনিটে সিটিকে ফের এগিয়ে নেন আগুয়েরো। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের ট্যাকলে পড়ে যাওয়ার আগে পেছনে বল বাড়ান সানে। তা নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের মাপা শটে লক্ষ্যভেদ করে সিটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (১৭৮টি) হওয়ার রেকর্ড গড়েন আগুয়েরো।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে স্কোরলাইন ৪-২ করেন রাহিম স্টার্লিং।

বিডি প্রতিদিন/০২ নভেম্বর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর