অ্যাঞ্জেলো ম্যাথুস। এ শ্রীলঙ্কান অলরাউন্ডার চোটের কারণে বাইরে ছিলেন বেশ কিছুদিন। চোটের কারণে খেলতে পারেননি পাকিস্তানের বিপক্ষে সিরিজে। তবে চোট সারিয়ে আসন্ন ভারত সফরে দলে ফিরছেন তিনি।
ভারত সফরে তার সঙ্গে আরও ফিরছেন কুশল পেরেরা ও আসেলা গুনারত্নে। সদ্য সমাপ্ত পাকিস্তানের বিপক্ষে এ দুজনও দলের বাইরে ছিলেন।
ভারত সফরে শ্রীলঙ্কা তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে।
ম্যাথুসের ফেরা প্রসঙ্গে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা জানান, ‘অ্যাঞ্জেলো, কুশল দুজনেই চোট সারিয়ে ফিরেছেন। তাই ভারত সফরে তাদের বিবেচনা করা হবে।’
এদিকে বছর শেষে নতুন কোচ খোঁজ করছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। অবশ্য নভেম্বরে ভারত সফরের আগে নতুন কোচ নিয়োগের সম্ভাবনা নেই। গত জুনে গ্রাহাম ফোর্ড চলে যাওয়ার পর ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন নিক পথাস। নতুনভাবে নিয়োগ পাওয়ার দৌড়ে রয়েছেন তিনিও।
বিডিপ্রতিদিন/ ০২ নভেম্বর, ২০১৭/ ই জাহান