এবার স্পিনারের ভূমিকায় লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কায় একটি ঘরোয়া ক্রিকেটের ফাইনালে ক্রিকেটের এই ইয়র্কার স্পেশালিস্টকে একেবারে অফ স্পিনারের রূপে দেখলেন দর্শকরা।
মালিঙ্গাও কিন্তু নতুন ভূমিকায় হতাশ করলেন না সমর্থকদের। তুলে নিলেন বিপক্ষের তিনটি উইকেট। শ্রীলঙ্কার একদিনের দলের নিয়মিত সদস্য ছিলেন এই পেসার। কিন্তু চোটের জন্য তাকে ছিটকে যেতে হয়েছে দল থেকে।
তবে ঘরোয়া ক্রিকেটে নতুন ভূমিকায় নেমেও সংবাদপত্রের শিরোনামে উঠে এলেন মালিঙ্গা। তার স্পিনের ছোবলে ম্যাচে জয়ও পেল তাঁর দল।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর