দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরেই নিজের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বাংলাদেশ দলের অন্যতম পেসার তাসকিন আহমেদ। আকস্মিক বিয়ের পরই সরগরম হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। এতে হতাশ হয়েছেন তাসকিনের অনেক মেয়ে ভক্ত।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পেসার তাসকিন আহমেদ বলেন, 'আমি তাসকিন আহমেদ হবার পর এতো মেয়ে ভক্ত হয়েছে, কিন্তু ও (নাঈমা) আমার সাথে আছে আমি তাসকিন হবার অনেক আগে থেকেই। ও আমার সাথে আছে ৭ বছর থেকে...আমার তারকাখ্যাতি হবার বহু আগে থেকে...'
মঙ্গলবার সন্ধ্যায় দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমার সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় জাতীয় দলের অন্যতম তাসকিনের। আকস্মিক বিয়ের পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা গুঞ্জন। অনেকেই তাসকিনের বিয়ে যেন মেনে নিতেই পারছিলেন না। কেউ কেউ তাসকিনের বিয়ের ছবিগুলোকে ফটোশপের কারসাজি বলে জানাচ্ছিলেন। কিন্তু এতোসব গুঞ্জনে তাসকিন নিজেই জল ঢেলেছেন।
পাত্রী তাসকিনের সহপাঠী। মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে একই সাথে বেড়ে ওঠা। পছন্দের বিষয়টি তাসকিনের দিক থেকেই আগে ছিল। ক্লাসের নোট, সিলেবাসের উছিলা তৈরি করে নাঈমার সাথে দেখা করতে যেতেন। ধীরে ধীরে সম্পর্ক বর্ধিত হতে থাকে। তাসকিনের কথায় নাঈমার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার চিহ্ন ফুটে ওঠে।
তাসকিন বলেন, নাঈমা আমার ক্যারিয়ার তৈরি হবার অনেক আগে থেকেই আমার সাথে রয়েছে। আমার তারকাখ্যাতি যখন হয়নি তখন থেকেই আমাদের সম্পর্ক।
কেন এতো আগে বিয়ে? মোহাম্মদপুরের ইকবাল রোডে তাসকিনরা নতুন ফ্ল্যাট কিনেছেন সেখানে উঠে যাবেন শিগগিরই। জাকির হোসেন রোডে বেড়ে ওঠা তাসকিনের বেড়ে ওঠা জাকির হোসেন রোডেই যেন নতুন এই সম্পর্কের সূচনা হয়। সে ইচ্ছামতোই সিদ্ধান্ত-এমনটাই জানান তাসকিন।
ইতিমধ্যে দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমার সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই পেসার।
বিডি প্রতিদিন/০৩ অক্টোবর ২০১৭/আরাফাত